পরীক্ষা বিষয়ক নির্দেশনাবলী :
* পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
* প্রয়োজনীয় কলম, স্কেল, জ্যামিতি বক্স, নিয়ে আসতে হব* স্কুল আইডি কার্ড অথবা বেতন রশিদের ফটোকপি সাথে থাকতে হবে।
* স্কুল আইডি কার্ড না থাকলে ইউনিফর্ম পরে আসতে হবে।
* পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে।* পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ নিয়ে আসা যাবে না।
* পরীক্ষার সময়: ১.৩০ ঘন্টা।