Login

Roles and Regulations :

৫ম শেণির শিক্ষার্থীদের ফিউচার ক্যাডেট মেধা বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে। পরীক্ষা ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার। রেজিস্ট্রেশনের এর শেষ তারিখ ৬ই নভেম্বর। Registration করার জন্য নিচের ফর্ম ফিলাপ করে সাবমিট করুন । ফরম ফিলাপ করে সাবমিট করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে সেখান থেকে ১০০ টাকা পেমেন্ট করুন পরীক্ষার ফি বাবদ । পেমেন্ট সাকসেসফুল হলে নিচের ডাউনলোড অপশন থেকে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করুন । পরীক্ষার দিন অবশ্যই এই এডমিট কার্ড সাথে নিয়ে আসবেন ।

বিস্তারিত জানতেঃ 01896227602, 01896227605

school_image
Future Cadet Academy
Pallabi, Mirpur
Admit Card Rules And Regulation :

পরীক্ষা বিষয়ক নির্দেশনাবলী :

* পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

* প্রয়োজনীয় কলম, স্কেল, জ্যামিতি বক্স, নিয়ে আসতে হব* স্কুল আইডি কার্ড অথবা বেতন রশিদের ফটোকপি সাথে থাকতে হবে।

* স্কুল আইডি কার্ড না থাকলে ইউনিফর্ম পরে আসতে হবে।

* পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে।* পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ নিয়ে আসা যাবে না।

* পরীক্ষার সময়: ১.৩০ ঘন্টা।


Principal Signature